সকাল ভোরে পদপ্রবেশের জন্য সামনের দিকে বিভিন্ন স্থানে যেতে হবে। পদ্মা সেতু, ২৬ জুনছবি: দীপু মালাকার
যশোরের বেনাপোল ঘাঁটি বন্দর থেকে শুরু করে রাতের দিকে ৯ পণ্য ট্রা বোই রওনা হয়েছিলেন লক ইলিয়াস অধিকার। মাগুরা-ফরিদপুর-দৌলতদিয়া ফেরিঘাট হয়ে তিনি ঢাকায় গুডন বৃহস্পতিবার সন্ধ্যায়। ২০ ঘন্টার যাত্রাপথে ছিল ভোগান্তি। সেইলিয়াস হোসেন আজ ঢাকা আসবেন মাত্র ইওল থেকে ৫ ঘণ্টায়। পদ্মা সেতু হওয়া আসায় তাঁর চার গুণ কম সময় লেগেছে।
যশোরের বানাপোল কন্ডি বন্দর থেকে পণ্যবাহী ট্রাক পদ্মা সেতু দিয়ে ঢাকায় যাতায়াত শুরু হয়েছে। বন্দর থেকে–ছয় ঘন্টায় ট্রাক পাঁচ পাঁচ টী-কেরানীগঞ্জে পাঙ্গে যাচ্ছে। দৌলতদিয়া-পাটুয়ারি ফেরিঘাটের উল্লেখযোগ্য অংশ বা দ্রুততম সময়ে গন্তে চাকনোয় ও বন্দর দুশ্চিন্তা ত্রাকার ব্যবহার করেছে।
ad.a-ads.com/2027214?size=300x250
পশ্চিম আরমানিটোলা উন্নয়ন কোহিনুর পার্সেলের ট্রাকচালক ইলিয়াস হোসেন প্রথম আলোকে বলেন, 'দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট দিয়ে আমাদের অনিশ্চিত ভ্রমণ ছিল। কুয়াশা বা প্রাকৃতিক কোনো দুর্যোগ হলে ফেরত কি হবে, তা আগেঘাটের অবস্থার উপায় নেই। ৮ থেকে ১০ ঘণ্টার তীব্র যানজটে পণ্য বোঝা ট্রাক নিয়ে ফেরিঘাটে ঠাঁইঠাই হয়েছে। আজকে আমার গাড়ের সেই বন্দিশা থেকে মুক্তি মিলল! প্রথমবার শান্তি নিয়ে ধাতু পাঁচগঞ্জ ঘণ্টার ঘণ্টা বন্দর থেকে যশোর-মাগুরা- ফরিদপুরের সীমানা মোড় পদ্মা সেতু পার হতে পারে কেরানীতে পাস গেছি। কী যে ভালো লেগেছে, আজ তা বলতে পারব
ইলিয়াস হোসেনের সঙ্গে কথা বলে, সকাল ৬টা জানালেন বেনাপোল কিছু বন্দর থেকে ব্লিচিং পাউবোডারই একটি ট্রাক নিয়ে বেরিয়েছেন কেরানীগঞ্জের উদ্দেশে ভ্রমণ করেন তিনি। বেনাপোল-মাগুরা-ফরিদপুরের ভাঙ্গা মোড় হওয়া পদ্মা সেতু পার হয়ে ঢাকায় ক্রোড়দুপুর ১২। মাগুরা কামারখালী সেতু, মাদারীপুরের আড়িয়াল খাঁ সেতু, সদ্য নির্মিত পদ্মা সেতু ও কেনীগঞ্জের কুচেমা সেতুর টোল বাবদ ৩ হাজার ৪৩৫ টাকা খরচ হয়েছে। তার দৌলতদিয়া ফেরিঘাট হতে আসতে ১ টাকা কম খরচ হয়। কিন্তু এই টাকা খুব একটা বেশি নয়। ইলিয়াসের কাছে 'পদ্মা সেতু' সত্যি আশীর্বাদের নাম।
লিয়াস হোসেন বলেন, এখন থেকে সুযোগ ই পদ্মা সেতুর ওপর দিয়ে ঢাকা, নারায়ণগঞ্জ-চট্টগ্রামের ট্র্যাক নিয়ে যাবেন। তবে নয়ানগর, গাজীপুর, সাভার, গাবতলী, বাবুবাজারের দিকে যেতে হলে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটাই ব্যবহার করতে হবে। পদ্মা সেতু চালু এখন অনুমতির মতো ফেরিঘাটে যেতে হবে না।
0 Comments