বেনাপোল নতুন আপডেট
বেনাপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের আনাগোনা বেড়েছে। ১ মে থেকে ১২ মে পর্যন্ত ৫৪ হাজার ৪২৬ জন যাত্রী দুই দেশের বেনাপোল সীমান্ত অতিক্রম করেছেন। এই যাত্রীদের মধ্যে 17,589 জন ভারতে গিয়েছিলেন এবং 15,539 জন ভারত থেকে ফিরেছিলেন।
ভিডিও
করোনা নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় পাসপোর্টধারীর সংখ্যা যেমন বেড়েছে তেমনি বেড়েছে আমদানি-রপ্তানি বাণিজ্য।
এএমপি
আবরণ রাজ্যের যশোর
বেনাপোল বন্দর দিয়ে বেড়েছে বাণিজ্য ও যাত্রী পরিবহন
জেলা প্রতিনিধি, যশোর
ভিডিও লোড হচ্ছে
বেনাপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের আনাগোনা বেড়েছে। ১ মে থেকে ১২ জুন পর্যন্ত ৫৪,৪২৬ যাত্রী দুই দেশের মধ্যে বেনাপোল সীমান্ত অতিক্রম করেছে। এই যাত্রীদের মধ্যে 17,589 জন ভারতে গিয়েছিলেন এবং 15,539 জন ভারত থেকে ফিরেছিলেন।
করোনা নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় পাসপোর্টধারীর সংখ্যা যেমন বেড়েছে তেমনি বেড়েছে আমদানি-রপ্তানি বাণিজ্য।
বিজ্ঞাপন
সূত্র জানায়, ২০২১-২২ অর্থবছরের ৯ মাসে ১৫ লাখ ৬ হাজার ২৯৫ মেট্রিক টন পণ্য আমদানি এবং ৩ লাখ ৩৬ হাজার ৬১৫ মেট্রিক টন পণ্য রপ্তানি করা হয়েছে। তবে বন্দরে জায়গা স্বল্পতা ও যাত্রীসেবার আইনি সুযোগ-সুবিধা না থাকায় দুর্ভোগ বেড়েছে বাণিজ্য ও যাত্রীদের যাতায়াতে।
ভারতে যাওয়ার পথে অনিমেস হালদার নামে এক যাত্রী জানান, নানা শর্তে এত দিন ভারতে যাওয়ার প্রয়োজন থাকলেও তিনি ভারতে যেতে পারেননি। তবে এখন সব শর্ত পূরণ হওয়ায় এবং ভিসা শিথিল হওয়ায় তিনি ভারত সফরে যাচ্ছেন। তবে বাংলাদেশে দুর্ভোগ কিছুটা কমলেও ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনে পুলিশের লোকবল না থাকায় দুর্ভোগ বেড়েছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রোদ-বৃষ্টিতে ভোগান্তি। জনবল বাড়ানো হলে এবং যাত্রী ছাউনি তৈরি হলে এ দুর্ভোগ লাঘব হবে।
C&F trader Jahangir Hossain said it was not possible to import and export goods as per the demand due to corona. But now the hassle of withdrawing the condition has decreased. But loading and unloading of goods is being hampered due to space crisis and problems of cranes and forkclips in the port.
Aminul Haque, vice-president of the Benapole Import-Export Association, said the port of Benapole handles imports worth crore every year. In addition, about 16 lakh passengers travel annually on medical, business, education, reception and travel visas. The government's revenue of Tk 6,000 crore in the trade sector and about Tk 100 crore in the travel sector comes from Benapole port. With the development of necessary infrastructure, import trade and passenger traffic will increase further.
বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বলেন, আমদানির চাহিদা বেড়ে যাওয়ায় বন্দরে যানজট বেড়েছে। বিশৃঙ্খলা কমাতে পরিকল্পনা অনুযায়ী তাদের উন্নয়ন কাজ চলছে। ব্যবসায়ীদের দ্রুত পণ্য খালাসের নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রীসেবা বাড়াতে যাত্রীবাহী টার্মিনাল নির্মাণের জন্য নতুন জায়গা অধিগ্রহণের কাজ চলছে বলেও জানান বন্দরের এই কর্মকর্তা।
বেনাপোল ইমিগ্রেশন অফিসার ইনচার্জ (ওসি) জানান, ১ মে থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ৫৪,৪২৬ জন বেনাপোল সীমান্ত অতিক্রম করেছে। এর মধ্যে ১৭,৫৮৯ জন যাত্রী ভারতে গেছে। ভারত থেকে ফিরেছেন ১৫ হাজার ৫৩৯ জন। যাত্রীসেবা বাড়াতে ইতিমধ্যে ইমিগ্রেশন কাউন্টার স্থাপন করা হয়েছে।
ক্যান্সার ও মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা কাউন্টারে সেবা দেওয়া হচ্ছে। ভারতীয় অভিবাসন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে যাতে যাত্রীরা তাদের পাসপোর্ট প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে পারে।
0 Comments